



৬-৭ এপ্রিল, বিজয়গড়
একটি টেবিল ১৮০০ টাকা। দুটি টেবিল ৩২০০ টাকা। টাকা পাঠানোর শেষ তারিখ ১২ই মার্চ।
কারা কারা যোগ দিতে পারবেন
- জৈব খাদ্য সামগ্রী (এফপিও, রিটেলার)
- জৈব সামগ্রীতে তৈরী রান্না করা খাবার
- রিসাইকেল্ড প্রোডাক্ট
- জামাকাপড়ের ক্ষেত্রে এই তিনটির মধ্যে অন্তত দুটি মেনে চলছেন ১) দেশী তুলো বা জৈব তুলো বা বিকল্প তন্তু ২) শুধুমাত্র হ্যান্ডলুম ৩) শুধুমাত্র প্রাকৃতিক রং
- প্রাকৃতিক প্রসাধনী
- মাটির জিনিসপত্র
- বিকল্প চিন্তা, আন্দোলনের বইপত্র
কারা জায়গা পাবেন এ ব্যাপারে কোর কমিটিই সিদ্ধান্ত নেবেন। মনোনীত না হলে টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
জিপেতে টাকা পাঠান নীলাঞ্জন মিশ্রকে +91 7003804524 (টাকা পাঠিয়ে এই নাম্বারেই WhatsApp করে পেমেন্ট স্ক্রিনশট দিতে হবে)
ব্যাঙ্কে নেচার মেটসকে:-
Nature Mates Nature Club
HDFC Bank,
Jadavpur Branch
A/c No- 50100097622558
IFSC Code- HDFC0001231
